Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে ডেঙ্গু রোগী শনাক্ত, সাধারণ মানুষ আতঙ্কিত

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরা হলেন, উপজেলার উথলী গ্রামের লালনের ছেলে সাব্বির (৮) এবং ঢাকা থেকে আসা উথলী গ্রামের পশ্চিম পাড়ার মোঃ বাশারের ছেলে লাজুক হোসেন (২৬)। দু’জনের মধ্যে লাজুক ঢাকাতে আছেন এবং সাব্বির জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, জীবননগরে প্রথমবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর মানুষের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, গত শুক্রবার (৩ সেপ্টম্বর) সাব্বির হোসেন এবং ১৫দিন আগে লাজুক হোসেনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরা দু’জন জ্বর, মাথাব্যাথা এবং ক্ষুধামন্দা নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করা হলে তাদের ডেঙ্গু ধরা পড়ে।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগীই সুস্থ হয়ে ওঠেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন