Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২০১ জনের। এর মধ্যে জেলায় ১৮১ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। সোমবার নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১৫৮ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৩ জন। এ দিন ১৬৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৫ হাজার ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫১৪ জনে। এ সময় সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৫ হাজার ২৫৪ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৫৬ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৩ জন। নতুন যে ১৯ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার সাতজন, আলমডাঙ্গার চারজন, দামুড়হুদার ছয়জন ও জীবননগরের দুজন রয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সোমবার করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন তিনজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন