Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আরও একজন আহত

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবু সুলতান মেঘা (৫৫)। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়ন হরিপুর গ্রামের মৃত্যু কলিমউদ্দিনের ছেলে। এছাড়াও আহত হয়েছেন একই গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ আজিজুল হক (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক বৃষ্টির সময় বাড়ির পাশে গড়খালী মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় আহত হন আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন