Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭১ জনে। সোমবার (২৬ জুলাই) সুস্থ হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৭১২ জন।

এ দিন নতুন করে ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮৫৫ জন। নতুন শনাক্ত ৮৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৪৪ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ১১ জন এবং জীবননগর উপজেলার ৭ জন রয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ৩১৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। এ নিয়ে মোট নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ৪৭০ জনের। এ দিন ৩২০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৩২৫ জনের। বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৭২ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১০৭ জন এবং বাড়িতে আইসোলেশনে রয়েছেন এক হাজার ৮শ ৬৫ জন। চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১৫৪ জন এবং জেলার বাইরে ১৭ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন