Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় গত তিন দিনে কমেছে মৃত্যু এবং শনাক্তের হার। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। এ দিন নতুন করে আরও ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯২৪ জন।

বুধবার (১৪ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। এ দিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১২৭ জনের ও জেলার বাইরে ১৬ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৩৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১১১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৫৮ জন, আলমডাঙ্গার ১৭ জন, দামুড়হুদায় ১৯ জন ও জীবননগরের ১৭ জন রয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন