শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদণ্ডাদেশ দেন।

করোনা রোধে এ সময় ১১ টি মামলার মাধ্যমে মোট ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জনকে জরিমানা করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন