শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনা উপসর্গ নিয়ে সংবাদপত্র বিক্রেতা গোপাল মিত্রের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি 

ফকিরহাটের সবচেয়ে প্রবীণ সংবাদপত্র বিক্রেতা গোপাল মিত্র (৬৫) আর নেই। তিনি বুধবার (৩০ জুন) সকাল ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা গেছে, তিনি গত ২৮ জুন রাতে জ্বর ও শ্বাসকষ্ঠ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, তিনি ৪০ বছর ধরে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন। তার মৃত্যুতে ফকিরহাটের সকল সাংবাদিক ও সংবাদপত্র পাঠকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন