শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার আটক

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার লখপুক ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে ৩৫বছর বয়স্ক এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার একমাত্র অভিযুক্ত আসামী গোলাম ওস্তা (৭২) নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুপ রায় মামলার বরাত দিয়ে জানান, জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের গোলাম ওস্তা গত ২৩ জুন বিকেল ৫টার দিকে ওই নারীর ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার (২৭ জুন) ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিন ভোররাতে মামলার আসামী গোলাম ওস্তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন