শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী মোড়েলগঞ্জে পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।

সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশীদ, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, ইখতিয়ার হোসেন দিলাল, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন