শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, ৫৫ জন আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন দুই জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ১‘শ ৭ জন। মৃত পৌঁছেছে ৫৭ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪ জন। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ১‘শ ১০ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থ্যাৎ শনাক্তের হার ৫০ শতাংশ। তবে মোংলায় সংক্রমণের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। ৫৯ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সংক্রমণের হার দিন দিন আরও কমবে বলে মন্তব্য করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন