শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় বিধি নিষেধ বাড়লো আরো এক সপ্তাহ

মোংলা প্রতিনিধি

চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৬ টা থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন করে অধিক কঠোরতর বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

এদিকে আজ বুধবার (৯ জুন) নতুন করে ৩৪ জনের ভিতর ২৩ জনের করোনা পজেটিভ এসেছে। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বুধবার দুপুরে নতুন বিধি নিষেধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোংলার করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংশ্লিষ্টদের নিয়ে বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় কাঁচা, মুদি, মাছ ও মাংসের দোকানপাট আগামীকাল থেকে সকাল ৮ টাকা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সকল পণ্যের দোকানপাটগুলো সরিয়ে খোলা মাঠে নেয়ার পাশাপাশি সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পৌর শহরের সকল দোকানপাট, হোটেলসহ জরুরী প্রয়োজন ছাড়া নদী পারাপার বন্ধ থাকবে। শহরতলীর পশুর হাটগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

অধিক কঠোরতর এ বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে মোবাইল টিম, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবকেরা।

হঠাৎ করে করোনা সংক্রমণ ও শনাক্ত বাড়তে থাকায় প্রথম দফায় গত ৩০ মে থেকে ৮দিনের কঠোর বিধি নিষেধ জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় আরো এক সপ্তাহের বিধি নিষেধ জারি করা হয়। দ্বিতীয় সপ্তাহের কঠোর বিধি নিষেধ চলার মধ্যেই আজ বুধবার সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত আরো অধিক কঠোর বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন।

এদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও মোংলা বন্দরে পণ্য ওঠানামা, পরিবহণ ও অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন