শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালীর ভরাঘাটার গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান মোল্লা (৭০) শনিবার সন্ধায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। তার একমাত্র ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে কর্মরত।

রোববার (০৬ জুন) বেলা ১১ টায় রাষ্ট্রিয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজা নামাজে বালাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এ বীর মুক্তিযোদ্ধাকে সালাম প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, থানার এসআই আব্দুল কাদেরসহ পুলিশের একটি টিম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন