শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে রমজান মাসে ফ্রি কুরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাতে শিক্ষিত যুবকদের সমন্বয়ে এ্যাক্টিভ ফ্রেন্ডস নামক একটি সামাজিক প্রতিষ্ঠান দীর্ঘ ১১ বছর থেকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে ফ্রিতে বয়স্ক কুরআন শিক্ষার আয়োজন করে আসছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবার ও ফ্রিতে কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে এ রমজানে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শুধু কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় । শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হাসান।

সমাপনী অনুষ্ঠানে গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের সভাপতি খান জাবিদ হাসান। এ্যাক্টিভ ফ্রেন্ডস কমিটির সদস্য সৈয়দ রনি , ইনামুল হক সবুজ, ইমরান,আব্দুস সামাদ, শেখ সৈয়দ আলী, সাজু, য্যোতি, দ্যুতি, আল মামুন, আরিফুল ইসলাম, হারেজ উদ্দিন সহ শিক্ষার্থীবৃন্দ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন