শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চুরির অভিযোগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্য বয়সী এক নারীকে হাত-পা বেঁধে নির্যাতন করেছেন জাহিদ নামের এক ব্যবসায়ী। রবিবার (০২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট বাজারে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন মার্কেটে একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে পিঠ মোড়া দিয়ে বেঁধে মারধর করা হয়। এসময় ওই নারী বারবার পা ধরে বলছিলেন আমি চুরি করিনি, আমি কাপড় কিনতে এসেছি। এমন আকুতি-মিনতিতে মন গলেনি দোকান মালিক জাহিদের।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম খুলনা গেজেটকে বলেন, চুরির অভিযোগে এক নারীকে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করেছি। ওই নারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। ওই নারীর অভিভাবকরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন