শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমান ওরফে শিপন (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিল হাফিজুর রহমান ওরফে শিপন। হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে। একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন