শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শরণখোলায় গাছ চাপা পড়ে যুবকের মৃত্যু

গেজেট ডেস্ক

বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে রাকিব তালুকদার (১৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম রাজপুর গ্রামে।

নিহত রাকিব ওই গ্রামের মো. আশ্রাব আলী তালুকদারের ছেলে। তিনি সুন্দরবনের একজন পেশাদার জেলে।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশি বাদশা হাওলাদার তার কর্তন করা একটি শিরিশ গাছ করাতকলে নিয়ে যাওয়ার জন্য রাকিবের সহযোগিতা চায়। রাকিব তার সহযোগীদের নিয়ে গাছটি ঘাড়ে তুলে রাস্তায় নেয়ার সময় পিছলে পড়ে যায়। এ সময় রাকিব ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন