শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় আগুনে পুড়েছে দিনমজুরের বসতঘর

মোংলা প্রতিনিধি

মোংলার দিগরাজ এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বসত ঘর। বুধবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে দিগরাজ বাজার সংলগ্ন সরকারী জায়গার উপর বস্তির বাসিন্দা মোঃ আহম্মদের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটে।

খবর পেয়ে নৌবাহিনী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দিনমজুর আহম্মদের পুরো বসত ঘর। আগুন নিভাতে গিয়ে স্থানীয় কয়েকজনের হাত পা কেটে আহতও হয়েছেন বলে জানিয়েছে দিগরাজ বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ মোস্তফা। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন