শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে বাসের ধাক্কায় মোটর সাই‌কেল আ‌রোহী নিহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুরে নৌবাহিনীর বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী খোকা জামসেদ (৬৫) নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আবু সরদারের ছেলে। এসময় মটরসাইকেলে থাকা মো: শহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। তি‌নি সাতক্ষীরার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আ: আজিজের পুত্র। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা দিকে হতাহতরা মটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে মোংলায় যাওয়ার পথে ফকিরহাটের লখপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী নৌবাহিনীর একটি বাসের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি আলী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন