শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মাদারতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বড়গাওলা এলাকার মোঃ ইসাহাক ফকিরের ছেলে আঃ রহিম ফকির (৩১) এবং মাদারতলী এলাকার মোঃ জাবেদ ফকিরের ছেলে আঃ আলীম (৩৫)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন