শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বনবিভাগ

মোংলা প্রতিনিধি

মোংলা পশুর নদীর জয়মনি এলাকায় নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার(২৯ মার্চ) দুপুরে একটি হরিণ সাতরিয়ে বন থেকে নদীর অন্যপারে যাওয়ার সময় নদীতে থাকা জেলের জালে আটকে যায়। এসময় স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে পূর্ব সুন্দরবন চাদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এর নেতৃত্বে একটি টিম সেখানে পৌছে হরিণটিকে জীবিত উদ্ধার করে। এর পর বনের করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আবার সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন