শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলা বন্দরকে গতিশীল করতে চেষ্টা থাকবে শতভাগ : চেয়ারম্যান

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়ন এবং গতিশীল করতে আমার চেষ্টা থাকবে শতভাগ। আমি সেই স্বপ্ন দেখি যেটি বাস্তবায়ন করা সম্ভব। অনেক অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি মোকাবেলা করতে প্রস্তুত আছি। মোংলা বন্দরের উন্নয়নে আপনারা যার যার অবস্থান থেকে সাপোর্ট করে যাবেন। বন্দরে দালালদের দৌরত্ব বন্ধ করতে হবে। আমি কোন দালাল দেখতে চাই না।

৮ মার্চ সোমবার দুপুরে বন্দর ভবনের কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বন্দরের মেম্বর হারবার এন্ড মেরিন ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক প্রশাসন মোঃ গিয়াস উদ্দিন, হারবার মাষ্টার কমান্ডার ফকরউদ্দিন, চীফ ইঞ্জিনিয়র মোঃ শওকত হোসেন, উপ-সচিব মাকরুজ্জামান প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন