শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে চেয়ারম্যান পদে ২৭ জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১০ টা পর্যন্ত ৭ ইউনিয়নের ২৭ চেয়ারম্যান প্রার্থী আবেদন করেছেন। শুক্রবার (৫ মার্চ) বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ আবেদন পত্র গ্রহণ করা হবে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রক্ষ্ম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ইতোমধ্য বড়বাড়িয়া ইউনিয়নের ৩ জন, কলাতলা ইউনিয়নের ৩ জন, হিজলা ইউনিয়নের ৩ জন, শিবপুর ইউনিয়নের ৬ জন, চিতলমারী সদর ইউনিয়নের ৬ জন, চরবানিয়ারী ইউনিয়নের ৩ জন, সন্তোষপুর ইউনিয়নের ৩ জনসহ মোট ২৭ জন প্রার্থী আবেদন করেছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় জানান, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য চেয়ারম্যানদের প্রার্থীদের একটি প্যানেল তালিকা মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/সাগর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন