শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ আটক ১

মোংলা প্রতিনিধি

মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (০৭ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৫টায় মোংলা উপজেলার দক্ষিন দিগরাজ বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল কে আটক করে মোংলা থানা পুলিশ।কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক কামাল দক্ষিন দিগরাজ এলাকার জামাল শিকদারের ছেলে। সে স্থানীয় একটি এলপিজি ফ্যাক্টরীতে চাকুরী করত। মোংলা থানার এসআই ইমলাক সরদার বলেন, হরিণের মাংস বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে কামালকে আটক করি। এসময় কামালের কাছে থাকা একটি বস্তায় ভরা ২২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/ এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন