শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ : যুবক গ্রেফতার

মোংলা প্রতিনিধি

অস্ত্রের মুখে জিম্মি করে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণের দায়ে জাহিদুল শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারী) ভোরে শহরের পশ্চিম কেওড়াতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর একদিন আগে এ ঘটনায় মামলা করেন ধর্ষণের শিকার ঐ নারী (১৭)। মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিশ্বজিৎ মূখার্জী এ তথ্য নিশ্চিত করেন।

দায়ের হওয়া মামলার বরাত দিয়ে বিশ্বজিৎ মূখার্জী বলেন, মোংলা উপজেলার কাপালির মেঠ এলাকার বাসিন্দা মৃত গফুর শেখের মেয়ে মিথিলার সাথে একই এলাকার দুলাল মোল্লার ছেলে হাসিবুলের সাথে ২০১৯ সালে বিয়ে হয়। দীর্ঘ সংসার করার পর চলতি বছরের ২৫ জানুয়ারী তাদের বিচ্ছেদ হয়। তারপরে মিথিলা ঢাকায় তার মায়ের সাথে বসবাস করতেন।

এদিকে বিচ্ছেদ হওয়া স্বামী হাসিবুলের সাথে আবার সংসার গড়ে দিবে বলে হাসিবুলের বন্ধু পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল শেখ গত ২৭ জানুয়ারী মিথিলাকে ফোন করে। পরদিন এ খবরে ২৮ জানুয়ারী মিথিলা ঢাকা থেকে মোংলায় চলে আসে। ২৯ জানুয়ারী মিথিলা হাসিবুলের বন্ধু জাহিদুলের সাথে দেখা করতে গেলে জাহিদুল তাকে অস্ত্রের মুখে ধর্ষণ করে। পরে তার আত্নচিৎকারে এলাকাবসি ছুটে আসলে ধর্ষক জাহিদুল পালিয়ে যায়।

ঘটনার পরদিন ৩০ জানুয়ারী মিথিলা জাহিদুলকে আসামী করে মোংলা থানায় ধর্ষণ মামলা করেন। ওই দিন রাতেই জাহিদুলকে পুলিশ আটক করে রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন