শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নির্বাচনে বিজয়ের সফলতা ধরে রাখা কঠিন : হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন পরবর্তী ভাবমূর্তি ধরে রাখতে হলে সৎ এবং সঠিক পথে চলতে হবে। কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে সফল হলে সকলে মনে রাখে। নির্বাচনে বিজয়ের সফলতা ধরে রাখা কঠিন। জনগন যেন ভালো থাকে এটাই আমাদের চাওয়া-পাওয়া। ২০ জানুয়ারি বুধবার সকালে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

বুধবার সকাল ১০টায় সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও সাবেক পৌর মেয়র সেখ আব্দুস সালাম। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিথি নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন