রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে মুক্তিযোদ্ধা সন্তান সাবেক সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন 

রামপাল প্রতিনিধি

রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মালেক মোল্লার মেঝ পুত্র ও সাবেক সেনা কর্মকর্তা নায়েক আবু জাফর (৫৩) এর দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাকে গার্ড আনার প্রদান শেষে মঙ্গলবার যোহরবাদ তার নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত সোমবার রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পরিষদের জাহিদের ইসলাম, সাবেক শিবির নেতা মো. আসাদুজ্জামান প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন