শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

আ’লীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না : সিটি মেয়র

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের বিজয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব আরো বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। নির্বাচনের পরে মনে করবেন সবাই ভোট দিয়েছে। কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। নির্বাচন পরবর্তী পরিবেশ-পরিস্থিতি ভালো রাখতে হবে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের নবনির্বাচিত পৌরমেয়র শেখ আব্দুর রহমানের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি  মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

রবিবার বেলা একটার দিকে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ও কামরুন্নাহার হাই। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত মেয়র শেখ আব্দুর রহমান।

 

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন