শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, কাজী আজমীর হোসেন ও জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহকারী মোঃ মাসুদ রানা।

সভার শুরুতে বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন খাদ্যের নিরাপত্তা ও নিরাপদতা নিয়ে আলোচনা করেন এবং একটি ভিডিও চিত্রের মাধ্যমে তা তুলে ধরেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন