শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মোঃ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসম তার শরীর ও ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে ৫’শ ৩২ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক মোঃ খোকন তালুকদার উত্তর কদমতলা গ্রামের শাহজাহান হোসেন তালুকদারের ছেলে। আটক মোঃ খোকন তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন, মোঃ খোকন তালুকদার দীর্ঘ দিন ধরে মাদকের কারবারের সাথ জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মোঃ খোকন তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা তাকে শরণখোলা থানায় হস্তান্তর করেছি।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন