রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট পাগলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শেখ নিয়ামত হোসেন (৬০) নিহত হয়েছে।
জানা যায়, ফকিরহাট সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিয়ামত হোসেন শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। সে পাগলা শ্যামনগর গ্রামের মৃত সুলতান শেখের পুত্র।
খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন