শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে মাদক সেবনকারীর কারাদন্ড

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে হালিম শেখ (৩০) নামের এক মাদক সেবনকারীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ হালিম শেখকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: কামরুজ্জামানের  নেতৃত্বে একটি দল কাঠালতলা এলাকার শেখ আ: সাত্তারের পুত্র হালিম শেখকে গাজা সহ হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট রহিমা সুলতানা বুশরা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত মাদকসেবনকারী ব্যক্তি বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন