শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটে চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সকলের অংশ গ্রহণে সকাল সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়মী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্নাসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন