শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা উকিল আর নেই

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা উকিল (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৬ কন্যা, এক পুত্রসহ বহু গুনগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন।

অনুরুপ শোক বিবৃতি জানিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না প্রমুখ। মঙ্গলবার সকাল ১০ টায় বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন