গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলাই যোদ্ধা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল শেষে পথসভা করেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদ উপজেলা সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক রাজু মল্লিক মিছিলে নেতৃত্ব দেন।
এছাড়াও জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাকুয়া মাইনুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আবিদ আল শাহারিয়া পথসভায় বক্তৃতা করেন।
খুলনা গেজেট/এসএস