বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বড় খাজুরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পথচারীরা মহাসড়কে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
খুলনা গেজেট/এসএস