বাগেরহাটের মোরেলগঞ্জে কবির হোসেন শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। কবির হোসেন বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে থানা পুলিশ তাকে তার নিজ এলাকা থেকে আটক করে।
থানার ওসি মো. মতলুবর রহমান এ বিষয়ে বলেন, কবির হোসেন একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি। সে কারণে তাকে আটক করা হয়েছে।