বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে মালা ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম।

বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকালে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত মালা ফাঁদ জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ বনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা সচেষ্ট। শিকারি ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে শিকার বা বন ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন