Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে একজন লস্কর নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এমভি শোভা’র লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫ টায় নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে বন্দর কর্তৃপক্ষ তদারকি করছে।

নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঠালিয়ার জলিল শিকদারের ছেলে বলে জানা গেছে।

বাল্কহেড ‘এমভি শোভা’র মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম লোড করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বাল্কহেডে আমরা সাতজন স্টাফ-কর্মচারী ছিলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন