বলেশ্বরে জেলেদের জালে ধরা পড়ল ইলিশ

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী আবারো উপহার দিলো রুপালি ইলিশের চমক। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্থানীয় জেলে ইউনুসের জালে উঠে আসে বড় আকারের ইলিশ। মাছটির ওজন ১ কেজি ১০০ গ্রাম।

বাজারে উঠতেই ইলিশটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষজন। পরে মাছ ব্যবসায়ী হারুন মোল্লা মোটা দামে মাছটি কিনে নেন। তিনি জানান, বড়সড় এ ইলিশটির মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।

স্থানীয়রা বলছেন, এ ধরনের বড় ইলিশ ধরা পড়া এখন অনেকটা বিরল হয়ে গেছে। তাই মাছটি ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলেদের আশা, মৌসুমের এ সময় বলেশ্বর নদীতে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে, যা তাদের মুখে হাসি ফোটাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন