বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে গোরা-কারিম প্যালেন বিজয়ী হয়েছেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ ও গণনার পর ফলাফল ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন।
নির্বাচিতরা হলেন –
সভাপতি: শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা) – ৩৪৪ ভোট; প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান (আনারস) – ২১৯ ভোট।
সাধারণ সম্পাদক: শেখ শরিফুল কামাল কারিম (কলস) – ২৮৫ ভোট; প্রতিদ্বন্দ্বী ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল) – ২৭৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক: খান লিয়াকত আলী (মাছ) – ৩২৮ ভোট ও নোমান আলী মেহেদী (গোলাপ ফুল) – ২৯৫ ভোট; প্রতিদ্বন্দ্বী মুশফিকুজ্জামান রিপন (আম) – ২৪০ ভোট ও আলমগীর কবির (সাইকেল) – ২১৫ ভোট।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জি: এ.টি.এম আকরাম হোসেন তালিম।
প্রধান অতিথি ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এবং প্রধান বক্তা ছিলেন একই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির সহিদুল আলম, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ফরহাদ হোসেন। এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ৫৬৮ জন। দীর্ঘ ১৭ বছর পর ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা ছিলেন উচ্ছসিত।
খুলনা গেজেট/এসএস