Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দেবাশিষ গাঙ্গুলী নামে এক শিক্ষকের মুক্তির দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েক ঘন্টা অবস্থান করেন। নির্বাহী কর্মকর্তা এ সময় দাপ্তরিক কাজে বাইরে ছিলেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, আহসান উল্লাহ, আরিফা ইসলাম ও মহিমা আক্তার বক্তৃতা করেন। তারা বলেন, তাদের প্রিয় শিক্ষক দেবাশিষ গাঙ্গুলীকে স্থানীয় একটি মহল হাসিনা সরকার পতনের পরে ষড়যন্ত্রমূলক একটি নাশকতা মামলায় আসামি করেছে। ওই মামলায় দেবাশিষ গাঙ্গুলী গত ২১ জুলাই থেকে জেল হাজতে আছেন। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। ওই শিক্ষক কারামুক্ত হয়ে ফিরে না আসা পর্যন্ত শিক্ষার্থীরাও ক্লাশে না ফেরার ঘোষণা দিয়েছেন। এর আগে শিক্ষার্থীরা বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদেরকে কোনভাবেই শ্রেণিকক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছেনা। তারা দেবাশিষ গাঙ্গুলীর মুক্তির দাবিতে গত ১৪ আগস্ট থেকে ক্লাশ বর্জন করে বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দু’জন শিক্ষককে তাদের সাথে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধান হবে। তবে, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন