মোংলার সুন্দরবন ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় রবিবার (১৭ আগস্ট) বিকেলে ‘গোলবুনিয়া আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, বিএনপি নেতা মৃধা ফাখরুল ইসলাম, মো. রুহুল আমিন, খোকন মুসাল্লী, সোবহান হাওলাদার, মাসুম ফরাজী, কবির আকন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা রেজাউল হাওলাদার, মাহমুদ ফরাজী, রবিউল হাওলাদার ও নয়ন মুসাল্লী।
বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এলাকার সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিরোধ মিমাংসায় এটি কার্যকর ভূমিকা রাখবে।
খুলনা গেজেট/এসএস