Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চুলকাটি প্রতিনিধি

প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও বাংলাদেশের কাগজ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে আহতকারীদের এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় চুলকাটি প্রেসক্লাবের সামনে খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার করে হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। একইসাথে সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান তারা। এ সময় তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা এবং সাংবাদিক মানিক সাহা হত্যার দ্রুত বিচারেরও দাবি জানানো হয়।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চুলকাটি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি সেকেন্দার মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন।

এসময় উপস্থিত ছিলেন, মো. কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি, মো. হেদায়েত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি,মুনাওয়ার হোসেন রনি, যমুনা টিভি রামপাল প্রতিনিধি, শৈকত মণ্ডল, ডিবিসি নিউজ, মো. সোহেল, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি, এস. এম. মিজানুর রহমান রুবেল, দৈনিক যশোর বার্তা জেলা প্রতিনিধি, সাগর মণ্ডল, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম রাকিব, দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ ঢালী (দৈনিক সময়ের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান (দৈনিক জন্মভূমি), সহ-সভাপতি মাহফুজুর রহমান (সংযোগ প্রতিদিন), অর্থ সম্পাদক অমিতকর বিলাস (দৈনিক সময়ের খবর), সাবেক সভাপতি জি. এম. মিজানুর রহমান (দৈনিক পূর্বাঞ্চল), মিজানুর রহমান মিঠু (দৈনিক যায়যায়দিন), মো. মজনু শেখ (ঢাকা পোস্ট ৭১), জাকারিয়া হোসেন শাওন, মো. মেহেদী হাসান (দৈনিক খুলনাঞ্চল), সাকিব হাসান জনি (দৈনিক খুলনা গেজেট), রেজওয়ান মাহমুদ শৈশব, সাজ্জাদ হাসান ইমরুল (সংবাদ সারাবেলা), মুরাদ শেখ, ফকির আসাদুজ্জামান (দৈনিক রূপকার), মো. তরিকুল মোল্লা (দৈনিক খুলনা) প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন