Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে আসন কমানোয় ঢাকায় প্রতিবাদের ঝড়

রামপাল প্রতিনিধি

বাগেরহাট জেলার দীর্ঘদিনের চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবে ফুঁসে উঠেছে জেলার মানুষ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাগেরহাটবাসী এক জোরালো প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশে বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে আসা রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আসন সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিচ্ছিন্ন। জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা না করেই এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবাদকারীরা নির্বাচন কমিশনের প্রতি এই প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন