বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দুবলারচরে বন বিভাগের অভিযান, কাঁকড়া ধরার ফাঁদ জব্দ ও ধ্বংস

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের দুবলার চর এলাকায় বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঁকড়া ধরার ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। পরে এসব ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবলার আলোরকোল এলাকার মেহের আলী সাইট খাল সংলগ্ন বনভূমিতে কাঁকড়া শিকারিদের গোপনে ফেলে রাখা ১৭৬টি ফাঁদ (স্থানীয়ভাবে যাকে ‘চারো’ বলা হয়) খুঁজে পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলেপল্লীর দায়িত্বপ্রাপ্ত টহল ফাঁড়ির কর্মকর্তা সুব্রত কুমার দাস।
জব্দ করা ফাঁদগুলো টহল ফাঁড়িতে এনে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব অভিযানের বিষয়টি’ খুলনা গেজেট কে নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন