Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে অধ্যক্ষ আলীম

‘এই দেশে আর কখনো বৈষম্যের স্থান হবে না’

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, গণ অভ্যুত্থানে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল, বাংলার মাটিতে আর কোনোদিন যেনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে। আর যেনো নির্যাতন, নীপিড়ন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি না হয় সেই লক্ষ্যেই অকাতরে প্রাণ দিয়েছে আমাদের সন্তানরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী শরণখোলা শাখার পক্ষ থেকে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল, এই দেশে আর কখনো বৈষম্যের স্থান হবে না। আর কোনোদিন কোনো দূরাচারী শাসক শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে না। আজ এই জুলাই দিবসে আমরা অঙ্গীকার করতে চাই, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে তাহলে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সবার জন্য একটি উন্মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যপক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে  বক্তৃতা করেন, মোরেলগন্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন,
শরণখোলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, মাওলানা মুসা সাঈফী, মাওলানা মাসুদুর রহমান, আবুল ফজল হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল হক, আলী আহমদ আকন,  অধ্যপক জাকির হোসেন, গোলাম সরোয়ার, মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সরোয়ার হোসাইন বাদল, যুব বিভাগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সাইমুন শিল্পীগোষ্ঠীর খুলনা মগানগর শাখার পরিচালক লন্ডন প্রবাসী নওশাদ মাহফুজ, জেলা শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান, উপজেলা শিবিরের উত্তর সভাপতি হাফেজ মাসুদ, দক্ষিণের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন