৫ আগস্টের চেতনা বাস্তবায়নে শোষণহীন, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যান রাষ্ট্র কায়েমের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা গণ জমায়েত ও মিছিল করেছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গণ জমায়েত করে।
জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ন্যায়-ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ৫ আগস্টের পরিবর্তনের পর জামায়াতে ইসলামীর কার্যক্রম দেশবাসী দেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না।
এ সময় উপজেলার ৭টি ইউনিয়নের নেতাকর্মি জমায়েত ও মিছিলে অংশ গ্রহণ করেন।
খুলনা গেজেট/এএজে