Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোংলায় বিএনপি’র আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী

মোংলা প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল শেষে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে। যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের আজীবন স্মরণ করব।
এর আগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
এসময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন