Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

শরণখোলা প্রতিনিধি 

বাগেরহাটের শরণখোলায় আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল তালুকদার (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ব্যবসায়ী ও খাদা গ্রামের আ. রাজ্জাক তালুকদারের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শাকিল এদিন সকালে একই গ্রামের (খাদা গ্রাম) তার মায়ের নানাবাড়ীতে গিয়ে গাছে উঠে আমড়া পাড় ছিলেন। এসময় পাশ থেকে টানা বিদ্যুতের তারে গাছের ডাল স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ছিটকে নিচে পড়ে যান শাকিল। দ্রুত উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন