Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ২৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মূসা হোসাইন খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মো. কামরুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন